الله أكبر، الله أكبر، لا إله إلاالله والله أكبر، الله أكبر ولله الحمد.

ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد বাংলাদেশে ২০২০ সালের পবিত্র ঈদুল আযহা পালিত হবে আগামীকাল শনিবার। ঈদুল আযহা মানে, যবেহর ঈদ, ত্যাগের ঈদ। আরবীতে ঈদুল আযহা অর্থ হচ্ছে- আত্মত্যাগের উৎসব। বাংলা, উর্দু, হিন্দী, গুজরাটী এবং মালয় ও ইন্দোনেশিয়ার মতো অষ্ট্রোনেশিয় ভাষায় আত্মত্যাগের আরেকটি আরবী শব্দ ‘কুরবান’ ব্যবহার করা হয়। এসব দেশে ঈদুল আযহাকে বলা হয় ‘কুরবানীর ঈদ’। আফগানিস্তান ও ইরানে বলা হয় ‘ঈদে কুরবান’। চীনা ভাষায় ঈদুল আযহাকে বলা হয় ‘কুরবান জিয়ে’, আর উইঘুর মুসলিমরা তাদের ভাষায় বলেন- ‘কুরবান হেইত’। মালয়েশীয় ও ইন্দোনেশীয়রা বলেন, ‘হারি রাইয়া কুরবান’। তুর্কীরা … Continue reading الله أكبر، الله أكبر، لا إله إلاالله والله أكبر، الله أكبر ولله الحمد.